শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জিনা ইসি কা নাম হ্যায়

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

তিন দশকের বিস্তারে এক মধ্যবিত্ত সাধারণ মেয়ের রাজ পরিবারের সদস্য থেকে একজন নামী লেখিকা হবার গল্প এটি। আলিয়া প্যাট্রিকের (মঞ্জরি ফাড়নিস) জীবনের এই যাত্রা শুরু হয় উদয়পুর থেকে। এক সাধারণ ক্যাথলিক পরিবারে জন্ম হয় তার। শৈশব থেকেই সে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য আর বৈষম্য দেখে দেখে বড় হয়েছে সে। বাবা-মায়ের কাছ থেকেই সে বৈষম্যের শিকার হয়েছে। কলেজে সে অ্যালেক্সের (হিমাংশ কোহলি) প্রেমে পড়ে। তা ধারণা ছিল এই প্রেম হবে চিরস্থায়ী। তবে তার ধারণা ছিল ভুল। অর্থের লোভে তার বাবা-মা তাকে রাজস্থানের এক যুবরাজ বিক্রম প্রতাপ সিংয়ের (আশুতোষ রানা) কাছে বিয়ে দিয়ে দেয়। বিক্রম এক ভয়ানক বিকারগ্রস্ত ধর্ষকামী পুরুষ। তার পরিবারের ঐতিহ্যই আছে মেয়েদের নির্যাতন করা তাদের ভোগের সামগ্রী হিসেবে বিবেচনা করা। এরপরও আলিয়া তার জগতে মানিয়ে নেবার চেষ্টা করে যায়। কিন্তু যখন তার গর্ভের কন্যা ভ্রূণ তার অনিচ্ছায় নষ্ট করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ল²ী (সুপ্রিয়া পাঠক) নামের এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় সে বিক্রমদের প্রাসাদ থেকে মুম্বাই পালিয়ে যায়। তার কন্যার জন্ম হওয়ার পর সে তার জীবনের নতুন এক অধ্যায় শুরু করে। সে লেখকে পরিণত হয়। এই পেশা তাকে যুক্তরাষ্ট্র নিয়ে যায়। সেখানে আদিত্য কাপুর (আরবাজ খান) নামে এক মানবহিতৈষীর সঙ্গে তার পরিচয় আর অন্তরঙ্গতা হয়। কিন্তু জীবন নিয়ে তার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাতে সে কি জীবনকে নতুন করে সাজাতে সাহস পাবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন