আশিক বন্ধু: অনেক বছর পর নতুন গান নিয়ে ফিরলেন সঙ্গীতশিল্পী পলি। সম্প্রতি প্রকাশিত হয়েছে আসিফ আকবরের সাথে তা দ্বৈত গান প্রেমের গল্প। ফরিদ আহমেদের সুর সঙ্গীতে গানটি লিখেছেন ফরিদা ফারহানা। এরইমধ্যে গানটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। পলি বলেন, আসিফ আকবর ভাই একদিন বললেন, একটি মিক্সড অ্যালবামের জন্য ফরিদ ভাইয়ের কাছে একটা গান আছে, গানটি গেয়ে দাও। অফারটি পেয়ে খুবই উত্তেজনায় ছিলাম। একদিকে আসিফ ভাইয়ের সাথে দ্বৈত কণ্ঠে গান করবো। অন্যদিকে একজন তারকা শিল্পীর সাথে গাইবো, বিষয়টি যেমন চাপের তেমনি আনন্দের ছিল। গানটি করার পর ভালো লেগেছে। এখন সবার প্রশংসা পাচ্ছি। রেসপন্স আসছে। এদিকে পলির আরেকটি নতুন গান আসছে। গানটির শিরোনাম পাগলিনী। অঙ্কুর মাহমুদের সংগীতে গানটির সুর করেছেন নুরী পাগল। সবমিলিয়ে অনেক বছর পর পলির ব্যস্ততাটা ভালোভাবে শুরু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে গানের জন্য সময় বের করে নেবেন বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন