শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘অগ্নিফেরা’তে সাহসী ভুমিকায় যুক্তি কাপুর

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

যুক্তি কাপুর সাধারণত লাজুক বা নম্র ভ‚মিকায় অভিনয় করে থাকেন। দর্শকরা ‘সিয়া কে রাম’ এবং ‘বালিকা বধূ’ সিরিয়ালে এমন ভূমিকায়ই দেখেছেন। তবে আসন্ন ‘অগ্নিফেরা’ সিরিয়ালে তাকে তার বিপরীত ভূমিকায় দেখা যাবে। এবার তিনি রাফ অ্যান্ড টাফ ভূমিকায় আসছেন। 

“আমার রূপায়িত রাগিণীর ভূমিকাটি এতদিন আমি যে ধরনের চরিত্র করে এসেছি তা থেকে ব্যতিক্রম। সে ভীষণ বাকপটু, তার বিশ্বাস কোনো কাজ উদ্ধার করার জন্য হুমকি দেয়া প্রয়োজন। সে চারিত্র্যিকভাবেই রাফ অ্যান্ড টাফ কিন্তু একই সঙ্গে সে একজন মজার মানুষ,” যুক্তি বলেন।
তিনি আরো বলেন, “আমার ভক্তরা আমাকে এমন একটি ভূমিকায় দেখে চমৎকৃত হবে বলে আমি এটি করছি বলে রোমাঞ্চিত। আমার কথা বলার ভঙ্গি থেকে শুরু করে আমার আচরণ সবই ভিন্ন ধরনের দেখতে পাবে দর্শকরা।”
‘অগ্নিফেরা’ সিরিয়ালে আরো অভিনয় করছেন অঙ্কিত গেরা। ২০ মার্চ থেকে অ্যান্ডটিভিতে সিরিয়ালটি শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন