বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু দীর্ঘ এক দশক পর মঞ্চে নতুন একটি নাটকের নির্দেশনা দিতে যাচ্ছেন। ৩২ বছর আগে তারই হাত ধরে ‘মতিঝিল থিয়েটার’র যাত্রা শুরু হয়েছিলো। তারই সভাপতিত্বে এই থিয়েটারের যাত্রা শুরু হয়। মাঝে বহু বছর চলচ্চিত্রে ব্যস্ত থাকায় দলে সময় দিতে পারেননি। আবার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে দলের জন্য কাজ করছেন। দলটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরইমধ্যে ‘কাফনের পকেট নাই’ নামের নতুন একটি নাটক রচনা করেছেন তিনি। নাটকটি নির্দেশনাও দিবেন তিনি। শিগগিরই এর কারিগরী প্রদর্শনী হবে বলে জানান সাদেক বাচ্চু। চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও এখন তাকে সময় দিতে হচ্ছে। শুধু যে নতুন নাটকটির নির্দেশনা দেবেন তা নয়, নাটকটির একটি প্রধান চরিত্রেও অভিনয় করবেন তিনি। সাদেক বাচ্চু বলেন, ‘প্রায় তিন বছর আগে যেভাবে অসুস্থ হয়েছিলাম, ভেবেছিলাম সবাইকে ছেড়ে চলেই যেতে হবে। কিন্তু আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি। ফিরে এসে বেশ ভালোভাবেই কাজ করছি। প্রতিনিয়তই নাটকে, চলচ্চিত্রে অভিনয় করছি। যেহেতু মতিঝিল থিয়েটারের প্রতিষ্ঠাতা আমি, তাই দলের প্রতি দায়বদ্ধতা থেকেই এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন একটি নাটক নির্দেশনা দিতে যাচ্ছি। আশা করি, নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে।’ এদিকে চলচ্চিত্রে সাদেক বাচ্চু নিয়মিত অভিনয় করছেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, শামীম আহমেদ রনীর ‘ধ্যাৎতিরিকি’ চলচ্চিত্রের কাজ। শিগগিরই শুরু করবেন চিত্রনায়ক আলমগীর, ওয়াজেদ আলী সুমন, শাহীন সুমন’সহ আরো বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালকের নতুন সিনেমার শূটিং। ইতোমধ্যে শূটিং শুরু করেছেন শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ চলচ্চিত্রের কাজ। এছাড়া তারই নির্দেশনায় আরো একটি নতুন চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে। মঞ্চে সাদেক বাচ্চু সর্বশেষ নির্দেশনা দিয়েছিলেন নিজের লেখা ‘কুলাঙ্গার’ নাটকটি। এটি দশ বছর আগে মঞ্চস্থ হয়েছিলো। তার লেখা সর্বশেষ মঞ্চস্থ নাটক ছিলো ‘ক্যাপ’ যা গত বছর দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চস্থ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন