বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে অবসকিওর

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড দল অবসকিওর প্রতিষ্ঠার পর থেকে কখনোই দেশের বাইরে পারফরম করতে যায়নি। এই প্রথমবারের মতো দলটি দেশের বাইরে পারফরম করতে যাচ্ছে। এ মাসের শেষের দিকে তারা অস্ট্রেলিয়া যাবে। দেশটির বিভিন্ন শহরে গাইবেন তারা। প্রতিষ্ঠার ৩১ বছর পর দেশের বাইরে প্রথমবার কনসার্ট গাইতে যাওয়া প্রসঙ্গে টিপু বলেন, কোনো ভালো কাজ করতে চাইলে তাকে ধরে রাখতে হয়। এ পর্যন্ত বিদেশে একা শো করবার আমন্ত্রণ বহুবার এসেছে। কখনো রাজি হইনি। কারণ ব্যান্ড ছাড়া বিদেশ যেতে চাইনি। আমি ব্যান্ডটিকেই গুরুত্ব দিয়েছি। এবার সবকিছু আমাদের চাওয়া মতো হয়েছে। তাই আমাদের এ পূর্ণতা যেমন পূরণ হবে তেমনি প্রবাসী বাঙালিদের সঙ্গে ভালো কিছু সময় কাটাতে পারব! আগামী ৩১ মার্চ ক্যানবেরাতে হবে প্রথম কনসার্ট। এরপর ১ এপ্রিল নিউ ক্যাসেল, ২ এপ্রিল সিডনি ও ৮ এপ্রিল অ্যাডিলেড। কনসার্টগুলোর আয়োজক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ। টিপু জানান, এগুলো মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা। এছাড়া বৈশাখকে কেন্দ্র করে আরো কয়েকটি কনসার্টে গাওয়ার সম্ভাবনা আছে। কনসার্টে অংশ নিতে আগামী ২৫ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে অবসকিওর। ২৫ এপ্রিল দেশে ফিরবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন