স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার মূলধন এক হাজার কোটি টাকা নির্ধারণ করে এবং শেয়ারের দাম ১০ টাকা করার বিধান রেখে জাতীয় সংসদে পাস হওয়া বাংলাদেশ শিপিং করপোরেশন বিলে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ। গতকাল মঙ্গলবার বিকেলে বিলটিতে প্রেসিডেন্টের সম্মতিসূচক স্বাক্ষর করার বিষয়টি জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক নূরুল হুদা প্রেরিত বিজ্ঞপ্তিতে শিপিং কর্পোরেশন বিলের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিলেও প্রেসিডেন্ট অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়। এর ফলে আজ মঙ্গলবার থেকে বিল দুটি আইনে পরিণত হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন