শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এশিয়ান ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭ পেলো একতারা ফ্লোরিডা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত ১৮ই ও ১৯ই মার্চ ফ্লোরিডা তে অনুষ্ঠিত হলো এশিয়ান ট্রেড ফেয়ার এন্ড কালচারাল শো ২০১৭। উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০০-এর বেশি শিল্পী অংশ গ্রহণ করে যার মধ্যে বাংলাদেশের বেবী নাজনীন, কনক ইন্ডিয়া থেকে সারেগামা পা চ্যাম্পিয়ন কুশল পাল এবং পাকিস্তান থেকে রায়ান সংগীত পরিবেশন করেন। শিল্পীদের নাচেগানে মুখরিত মঞ্চে ফ্লোরিডার স্বনামধন্য ক্লাব একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুনের হাতে এশিয়ান ফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ অ্যাসোসিয়শনের পক্ষ থেকে রেজা ইসলাম ও মুহাম্মদ এমরান। মঞ্চে এই সময় উপস্থিত ছিলেন একতারা ফ্লোরিডার সদস্য, ইমরাজ এমু, দিপু জামান, সুমনা জিনিয়া, সরনীলা মাহতাব ও কাজী ফাল্গুনী। এছাড়া এনটিভি এর আবির আলমগীর, উৎস.কম এর সিইও রায়হান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কালচারাল চেয়ারম্যান এবিএম মুস্তফা, ওসমান অপু, ফারুক সরকার ও রহমান জাহির। বর্তমানে ফ্লোরিডাতে একতারা ফ্লোরিডা একটি জনপ্রিয় ক্লাব এবং তারা অনেক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। তাই তাদের আরও অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরিশেষে একতারা ফ্লোরিডা এর সভাপতি রুবাইয়া মামুন সবার দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে আরো ভালো কাজ উপহার দেয়ার আশা ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন