শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিকে শহীদুজ্জামান সেলিম

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অভিনেতা শহীদুজ্জামান সেলিম নতুন একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিকের নাম ‘মুখোশ’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। নির্মাণ করেছেন শাহাদাৎ হোসেন সুজন। ধারাবাহিক এ নাটকটির প্রচার হচ্ছে শুক্র ও শনিবার রাত আটটায় এটিএন বাংলায়। নতুন এ ধারাবাহিক নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘অনেকেই বড়লোকের পরিবারের গল্প নিয়ে নাটক লেখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সংলাপ, ঘটনা প্রবাহ সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কিন্তু আহমেদ শাহাবুদ্দীন তার লেখনীতে নাটকের ঘটনা প্রবাহ, সংলাপ সব ঠিকঠাকভাবেই এগিয়ে নিয়েছেন। নাট্যকার হিসেবে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। পাশাপাশি সুজন একসময় আমাদের নাটকের দলেই কাজ করতো। তবে তার নির্দেশনায় এবারই প্রথম আমি টিভি নাটকে অভিনয় করেছি। সে বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আশাকরি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মামুন, সাবেরী আলম, জয়শ্রী কর জয়া, হিল্লোল, নওশীন, নিলয়, শখসহ আরো অনেকে। এদিকে বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন সেলিম। নাটকগুলো হচ্ছে নজরুল ইসলাম রাজু’র ‘সানফ্লাওয়ার’, সকাল আহমেদ’র ‘বাবুই পাখির বাসা’, বি ইউ শুভ’র ‘লাইফ ইন এ মেট্রো’, আলভী আহমেদ’র ‘কর্পোরেট’ এবং এস এ হক অলিকের ‘আয়না ঘর’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন