স্টাফ রিপোর্টার : আবৃত্তি সব শাস্ত্রের বোধের চেয়েও গৌরবের। আবৃত্তি শিল্পের ইতিহাস যেমন অতিপ্রাচীন তেমনি এর বৈভব বিচিত্র এবং অসাধারণ। আবৃত্তির নতুন প্রজন্মের উত্তোরাধিকারী এবং পরিধি বিস্তারকারী শিল্পী- সুকান্ত গুপ্ত। অগ্নিবীনা থেকে প্রকাশিত হয়েছে পাবলো নেরুদার প্রেমের কবিতা নিয়ে “তোমার ছায়া খুঁজে ফিরি”এবং বিশ শতকের বিভিন্ন অঞ্চলের কবির কবিতা নিয়ে “দীর্ঘ রাতের কথকতা”। অগ্নিবীণা প্রকাশনা, চিত্রকল্প এবং শ্রæতি-সিলেটের আয়োজনে পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে আবৃত্তি অ্যালবাম দুটির প্রকাশনা এবং আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত হন আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম, সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন প্রমুখ। একক আবৃত্তি পরিবেশন করবেন নায়লা তারান্মুম কাকলী, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, আশরাফুল আলম এবং সুকান্ত গুপ্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন