৪৭তম মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের স্মরণে একযোগে ১৫০০ ব্যাগ রক্ত দিয়ে গত বৃহস্পতিবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বেপজা। নির্বাহী দপ্তরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সচিব সুরাইয়া বেগম, এনডিসি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট-এর মহাপরিচালক মোঃ আব্দুল হালিম, বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান, এনডিসি, সদস্য (প্রকৌশল) মোঃ মোসাদ্দেক আলী, সদস্য (অর্থ) মোঃ মিজানুর রহমান, সচিব নবীরুল ইসলাম এবং বেপজার মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন