বিনোদন ডেস্ক : নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন আদনান-পিপলু এবং নিলয়। নিলয়ের নির্দেশনায় একটি সেলফোন কোম্পানীর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। তার সহশিল্পী হিসেবে ছিলেন অভিনেত্রী টয়া। এদিকে চলতি মাসের শেষপ্রান্তে অপু অভিনয় করবেন জয়া আহসান প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’তে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন অপু। বিজ্ঞাপন এবং নতুন চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনা ভালো লেগেছে। আশা করি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। আর দেবীতে অভিনয় করছি, তবে চরিত্রটি কী তা নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না। তাই তেমন কিছু বলা যাচ্ছে না। দেবী টিমের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। ’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। ছোটপর্দায়ও তিনি নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘সানফ্লাওয়ার’ এনটিভিতে, গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সংসার’ এনটিভিতে, মোস্তফা মনন পরিচালিত ‘পালকী’ দীপ্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। শিল্পী সরকার অপু আবু সাইয়ীদ পরিচালিত ‘নিরন্তর’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এদিকে গত ২৩ বছর যাবত তিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত। রাজধানীর ‘আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ’-এ শিক্ষকতা করছেন সিনিয়র শিক্ষক হিসেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন