বিনোদন ডেস্ক: দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বহু বছর পর দেশের গান করেছে সোলস। গানের কথা লিখেছেন সকাল, সুর করেছেন পার্থ বড়–য়া এবং সঙ্গীতায়োজন করেছে সোলস। গানের শিরোনাম হচ্ছে ‘সুপ্রিয় বাংলাদেশ’। এরইমধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ঢাকা, ধামরাই, কেরানীগঞ্জসহ বিভিন্ন লোকেশনে গানটির শূটিং করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজা। ইউটিউবসহ বিভিন্ন টিভিতে গানটির প্রচার শুরু হয়েছে। দেশের গান নিয়ে দারুণ উচ্ছাসিত সোলস। পার্থ বড়–য়া বলেন, ‘অনেকদিন ধরেই গানটি নিয়ে পরিকল্পনা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে যথাযথভাবে সময় দেয়া হয়ে উঠছিল না। অবশেষে সবার সহযোগিতায় সুপ্রিয় বাংলাদেশ গানটি করতে পেরেছি। প্রচলিত ধারার দেশের গান নয় এটি। একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছি আমরা। গানের কথা, সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে-এটা বিশ্বাস করি। সোলস দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন একটি গান স্বাধীনতা দিবসে প্রকাশ করেছে। সোলস পরিবার তাই অনেক বেশি আনন্দিত, উচ্ছাসিত।’ সোলসের লাইন আপ হচ্ছে ভোকাল-পার্থ বড়–য়া, নাসিম, কী বোর্ড-মাসুম, ড্রামস-আশিক এবং বেইজ গিটারে রিয়েল। এদিকে গতকাল চট্টগ্রামের নাসিরা বাদ থেকে সোলস ঢাকায় ফিরেছে শো শেষ করে। আসছে ৩১ মার্চ সোলস গাজীপুরে একটি কনসার্টে সঙ্গীত পরিবশেন করবে। উল্লেখ্য আশির দশকে সোলস ‘আমরা যে ভালোবাসি সোনার বাংলাদেশকে’ শিরোনামের একটি দেশাত্ববোধক গান করে। এরপর আর দেশের গান করা হয়ে উঠেনি। গীতিকার সকালের লেখা ‘তোমার ঐ মনটাকে একটা ধুলো মাখা পথ করে দাও, আমি পথিক হবো’ গানটি পার্থ বড়–য়ার কণ্ঠে বেশ জনপ্রিয়তা পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন