শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ অবলম্বনে সিরিয়াল নির্মাণ করতে চাই -একতা কাপুর

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১১:০০ পিএম

টিভি প্রযোজক একতা কাপুর জানিয়েছেন কোনও মার্কিন টিভি ড্রামা নিয়ে তিনি যদি সিরিয়াল নির্মাণ করতে চান তবে তা হবে ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’।
“টেলিভিশনই আমার কাজ তাই আমি বিনোদনের জন্য নয় আমার পেশার জন্যই অনেক মার্কিন ড্রামা শো দেখে থাকি। আমার মনে হয় ভারতের নিজস্ব কাহিনীই যথেষ্ট। তবে, কখনও কোনও মার্কিন টিভি শো যদি অনুসরণ করি সেটি হবে ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’,” একতা বলেন।
পুরস্কারজয়ী এবং জনপ্রিয় ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ সিরিজটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আর পাসাডেনাতে ওয়াকার পরিবারে জীবনযাত্রা নিয়ে।
৪১ বছর বয়সী নির্মাতাটি জানিয়েছেন তার মা শোভা কাপুর গানের রিয়েলিটি শো দেখেন আর তার ভাই অভিনেতা তুষার কাপুর দেখেন ‘বিগ বস’।
টিভির জন্য আমরা এমন অনুষ্ঠান নির্মাণ করতে চাই যাতে তা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে। কিন্তু সবারই আলাদা আলাদা পছন্দ থাকতে পারে। আমরা সবার জন্য নির্মাণ করতে চাই। টিভিতে প্রচুর অর্থ আছে, টেলিভিশনের জন্যই আমি চলচ্চিত্র নির্মাণ করতে পারছি,” একতা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন