বিনোদন ডেস্ক : অভিনেত্রী জাকিয়া বারী মম মাঝে মাঝে চলচ্চিত্রে অভিনয় করেন। ইতোমধ্যে তার অভিনীত প্রেম করবো তোমার সাথে এবং ছুঁয়ে দিলে মন নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর আগে তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। তারপর মাঝে মাঝে চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি নতুন একটি সিনেমায় তিনি অভিনয় করবেন বলে জানা যায়। অরুণ চৌধুরীর পরিচালনাধীন ‘আলতাবানু’ নামে সিনেমায় মম নাম ভ‚মিকায় অভিনয় করবেন। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। ফরিদুর রেজা সাগরের ‘আলতাবানু’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে মমর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন আনিসুর রহমান মিলন। প্রেম করবো তোমার সাথে সিনেমায়ও তারা একসাথে অভিনয় করেছিলেন। ‘স্বপ্নবাড়ি’ নামে আরো একটি সিনেমায় কাজ করছেন তারা। সেই হিসেবে মিলন-মম অভিনীত তৃতীয় সিনেমা হবে ‘আলতাবানু’। মম বলেন, এমন চলচ্চিত্রে কাজ করতে চাই, যা দর্শকের ভালো লাগার পাশাপাশি নিজেরও আত্মতৃপ্তি থাকবে। আশা করি, আলতাবানুর মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন