বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে মডেল হলেন অভিনেতা সঞ্জয়রাজ ও তার মেয়ে অরোরা রাজ। ফাইটেল সানফ্লাওয়ার ওয়েলের এই বিজ্ঞাপনে বাবা-মেয়েকে একসাথে দেখা যাবে। ঢাকার কাওরানবাজারের ইউটিসি বিল্ডিংয়ে ইন্টারঅ্যাকটিভ শুটিং হাউসে বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। সঞ্জয়রাজ ও তার মেয়ে অরোরা রাজ ছাড়াও মডেল ছিলেন নাফা। ফাইটেল সানফ্লাওয়ার ওয়েলের বিজ্ঞাপন সম্পর্কে নির্মাতা সুব্রত চক্রবর্ত্তী বলেন, বিজ্ঞাপনটি কাহিনীভিত্তিক। গতানুগতিক গল্পের বাইরে ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমি কখনোই কাজের ক্ষেত্রে কম্প্রোমাইজ করি না। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আশা করি, এত বিজ্ঞাপনের ভিড়ে আমার এই বিজ্ঞাপনটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। অরোরা রাজ সম্পর্কে তিনি বলেন, এতটুকু বয়সে অরোরা অভিনয়ে অনেক দক্ষতার পরিচয় দিয়েছে। শিল্পীর ঘরে শিল্পী হবে এটাই উচিত। বিজ্ঞাপনটির চিত্রগ্রহণে ছিলেন রিপন রহমান খান। কালার গ্রেডিং ও কম্পোজিটিং শামীম রহমান জুয়েল। এস আর অ্যাড মিডিয়া এজেন্সির ব্যানারে নির্মিত গল্পনির্ভর এই বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই সব চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন