শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চ্যানেল ২৬-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পরীক্ষামূলক সম্প্রচার প্রক্রিয়া শুরু

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গত বছরের ২৬ মার্চ থেকে পথচলা শুরু করে চ্যানেল ২৬। এ বছর ২৬ চ্যানেলটির ১ম বর্ষপূর্তি কেক কাটার মাধ্যমে পালিত হয়। আইএসও ৯০০১ : ২০১৫ সনদপ্রাপ্ত ‘চ্যানেল ২৬’ বাংলাদেশের প্রথম মুঠোটিভি হিসেবে আত্মপ্রকাশ করলেও স্যাটালাইট সম্প্রচারে আসছে চ্যানেলটি। ইতোমধ্যে লন্ডন থেকে পরীক্ষামূলক সম্প্রচার প্রক্রিয়া শুরু করেছে। এই ধারাবাহিকতায় তরুণ শিল্পী, কলা-কুশলী ও পরিচালকদের সমন্বয়ে অনুষ্ঠান নির্মাণ শুরু করেছে চ্যানেলটি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন জানান, ‘চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করবে চ্যানেল ২৬।’ মুমতাহিন জিয়ন আরো জানান, খুব শিগগির প্রযুক্তিনির্ভর এ চ্যানেলটি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে। ‘চ্যানেল ২৬’-এর সম্প্রচারে আসার বিষয়ে চ্যানেলটির ভাইস চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘টেলিভিশন আজ আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। ব্যস্ত এই নাগরিক জীবনে টেলিভিশনের সামনে বসে বিশ্বের সংবাদ তথ্য ও বিনোদন উপভোগ করার মতো সময় সব সময় হয়ে ওঠে না। ব্যস্ততার ফাঁকে এগুলো জানতে হলে আমাদের অন্য কোনো মাধ্যমের সহায়তা নেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে স্মার্ট মোবাইল ফোন থাকলে বিশ্বের যে কোনো খবর মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে ওঠে। এই প্রযুক্তিকে সঙ্গে রেখে চ্যানেল ২৬ সব সময় চায় ২৪ ঘণ্টা দর্শকদের সঙ্গে থাকতে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন