বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরীর কণ্ঠে এবার শোনা যাবে বৃষ্টির গান। বাংলা নববর্ষ উপলক্ষে ‘আজ বৃষ্টি নামুক’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন লিমন আহমেদ। সুর করেছেন রাজন সাহা। সঙ্গীত আয়োজন করেছেন মীর মাসুম। সামিনা চৌধুরী বলেন, জাতিগতভাবেই বর্ষা, বৃষ্টি, কদম ফুলÑ এসব বিষয়ের প্রতি অন্যরকম একটা ভালো লাগা আছে আমাদের। সেই ভাবনা থেকেই বৃষ্টিমাখা রোমান্টিক এ গানটিতে কণ্ঠ দিলাম। গানের কথাগুলো বেশ চমৎকার। সুরটাও হয়েছে শ্রæতিমধুর। তাছাড়া একজন শিল্পীর কণ্ঠে বৈচিত্র্য চায় শ্রোতা। আমার বিশ্বাস, গানটি শুনে সবার প্রত্যাশা মিটবে। রাজন সাহা বলেন, বৃষ্টি আমাকে খুব টানে। বৃষ্টির সঙ্গে আমার একটা নীরব বোঝাপড়া আছে। তাই আমার বেশিরভাগ গান বৃষ্টি নিয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন