বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মহেশপুর বাজারে সরকারি খাস জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারের লাখ লাখ টাকার সরকারি খাস জমি দখল হয়ে যাচ্ছে। মান্দারবাড়ীয়া (জোঁকা) সহকারী ভ‚মি কর্মকর্তা আতিয়ার রহমানকে ঘুষ দিয়ে তিন ব্যক্তি বাজারে রাতারাতি পাকা বিল্ডিং নির্মাণ করছেন। সহকারী ভ‚মি কর্মকর্তার সহায়তা নিয়ে সরকারি জায়গায় পাকা ভবন তৈরি করা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তথ্যানুসন্ধান করে জানা গেছে, পুড়াপাড়া বাজারে সরকারি খাস জমি আছে ৭ একর ২২ শতক। কিন্তু বিভিন্ন সময় মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভ‚মি অফিসের সহকারী কর্মকর্তার ইন্ধন পেয়ে দখলবাজরা বাজারের খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ করতে শুরু করেন। পরবর্তীতে দেখা গেছে ওই দোকান ঘরগুলো মোটা অংকের টাকার বিনিময়ে দোকানের মালিকানা অন্যের কাছে বিক্রি করে নতুন করে খাস জমি দখল করে। দখলবাজদের কারণে বর্তমান পুড়াপাড়া বাজারে ১ শতক জমিও পড়ে নেই। পুড়াপাড়া বাজারের চুরি পট্টিতে মোঃ নূরুল ইসলাম, মোন্তাজ আলী এবং কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ডাঃ মুজিবর রহমান সরকারের অনুমোদন ছাড়াই ভ‚মি কর্মকর্তাকে ঘুষ দিয়ে বিনা বাধায় পাকা বিল্ডিং নির্মাণ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশাফুর রহমানকে জানালে তিনি তাৎক্ষনিক তহশীলদার আতিয়ার রহমানকে ঘটনাস্থলে পাঠান। কিন্তু তহশীলদার উপজেলা নির্বাহী অফিসারের মিথ্যা তথ্য দিয়ে জানায়, সেখানে শুধু মাত্র টিনের ছাউনি ঠিক করছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দুইটি ঘর রাতারাতি ১০ ইঞ্চি গাথুনি দিয়ে ছাদের প্লান করে লিন্টিন দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাত পর্যন্ত সেখানে কাজ করা হচ্ছে। সরকারি খাস জমিতে ভবন তৈরি করার কারণেই মধ্য রাত পর্যন্ত শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। এ ব্যাপারে সহকারী ভ‚মি কর্মকর্তা আতিয়ার রহমান জানান, আমার কাছে টিন পাল্টানোর কথা বলেছে। যদি ১০ ইঞ্চি গাথুনি ও লিন্টিন দিয়ে থাকে তাহলে ভেঙে দেয়া হবে। আর মহেশপুরের ইউএনও জানিয়েছেন, আমি যথযথা ব্যবস্থা নিতে সহকারী ভূমি কর্মকতাকে নির্দেশ দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন