চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গুলি করে রাতের আঁধারে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
গতকাল রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এই জঘন্যতম হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের যেভাবে গুম করে হত্যা করা হচ্ছে ঠিক একইভাবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আলম নুরুকে হত্যা করা হয়েছে।
আবদুল্লাহ আল নোমান ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন