শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন মিউজিক ভিডিও সীমানা

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে ঈগল মিউজিক নিয়ে আসছে সংগীত পরিচালক এম এ রহমানের নতুন মিউজিক ভিডিও ‘সীমানা’। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। নিজে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তিনি নিজে। মিউজিক ভিডিওটিতে চমক হিসেবে থাকছে মিস নেপাল-মিস শীতাল আচারিয়া। তার সাথে অভিনয় করেছেন এম এ রহমান। পুরো মিউজিক ভিডিওটি শুটিং হয়েছে দেশের বাইরে। ভিডিও পরিচালনা করেছেন সিউল বাবু, সহকারী পরিচালক হিসেবে ছিলেন ওয়াল্ড অর্গানাইজেশান অব পার্ফমিং আর্টস এর এডভাইজর এন্ড চেয়ারম্যান ও নেশনাল এভারেস্ট নেপাল কালচারাল ইভেন্টস এন্ড অর্গানাইজেশানের ভাইস প্রসিডেন্ট ও ফাউন্ডার মেম্বার মি : আর সি কইরালা। এম এ রহমান বলেন, প্রায় দু’বছর পর নিজের জন্য একটি ভিন্ন ধরনের গান করেছি। গানটি স্যাড-রোমান্টিক ধরনের গান। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে ভিডিওটি ধারণ করা হয়েছে। আশা করি মিউজিক ভিডিও এবং গান দর্শকদের ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন