শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয়ে সাফল্য পাননি বলে আক্ষেপ নেই টুইঙ্কল খান্নার

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

তার ক্যারিয়ারের শুরু অভিনয় দিয়ে। এরপর তিনি একজন উদ্যোক্তায় পরিণত হন। আর এখন বই আর কলাম লেখালিখিতেই সময় কাটান। সোশাল মিডিয়াতে মিসেস ফানিবোন্স পরিচয়ে খ্যাত টুইঙ্কল খান্না অভিনয়ে সাফল্য পাননি বলে তার কোনো অনুশোচনা নেই।
লেখালিখিতে যতটা প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী হিসেবে ততটা পাননি বলে তার কোনো দুঃখবোধ আছে কিনা জানতে চাইলে টুইঙ্কল বলেন : “হতে পারে আমি লেখালিখিতেই অপেক্ষাকৃত ভালো। সুতরাং আমি আমাকে এই বলে সান্তনা দিই যে এই ক্যারিয়ার নিয়েই আমি সারাটা জীবন কাটাতে পারি।”
অতীত দিনের বলিউড তারকা ডিম্পল কাপাডিয়া আর পরলোকগত তারকা রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল ‘বরসাত’, ‘জাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘মেলা’, ‘বাদশাহ’ এবং ‘জরু কা গোলাম’-এর মতো বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন। গড় খ্যাতি পেলেও তিনি তার বাবা বা মায়ের পর্যায়ে যেতে পারেননি।
অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের পর তিনি অভিনয়কে বিদায় দিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন। এরপর একটি দৈনিকে কলাম লেখা দিয়ে লেখক হিসেবে তার দক্ষতা প্রমাণিত হয়।
এক পেশা থেকে অন্য পেশা অনুশীলনের এই ধারাকে তিনি সন্তোষজনক বলে মনে করেন।
‘মিসেস ফানিবোন্স’ এবং ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’ নামে তার দুটি বই প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমে তার মন্তব্যও প্রশংসা পেয়ে আসছে।
টুইঙ্কল এখন ‘পদ্মন’ নামে স্বপ্রযোজিত একটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন। পদ্ম শ্রী জয়ী অরুণাচলম মুরুগানান্থামের জীবনের অনুপ্রেরণায় চলচ্চিত্র পরিচালনা করছেন আর. বল্কি। অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং রাধিকা আপ্তে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন