বিনোদন ডেস্ক : আসছে বৈশাখে নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় শিল্পী-সুরকার কাজী শুভ। ফয়সাল রাব্বিকীনের কথায় লেজারভিশনের ব্যানারে আগামী কয়েকদিনের মধ্যে এ অ্যালবামটি প্রকাশ হবে। অ্যালবামের নাম ‘হৃদয়ে তুমি’। সবগুলো গানের সুর করেছেন কাজী শুভ নিজে। আর সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। এ অ্যালবামটি সাজানো হয়েছে তিনটি গান দিয়ে। এর মধ্যে থাকছে দুটি একক এবং একটি দ্বৈত গান। এরই মধ্যে এ অ্যালবামের দুটি গানের কাজ শেষ হয়েছে। বাকি একটি গানের কাজও শেষ হয়ে যাবে দু-একদিনের মধ্যে। এ বিষয়ে কাজী শুভ বলেন, তিনটি গান হলেও এর পরিকল্পনা করেছি প্রায় ছয় মাস আগে। অবশেষে তিনটি গান দাঁড়িয়েছে। তিনটি গানই রোমান্টিক ঘরানার। পহেলা বৈশাখ যেহেতু তাই একটি গান রয়েছে ফোকও। বাকি দুটি আধুনিক। গানের কথা, সুর ও সংগীতে শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন। এদিকে কাজী শুভ বর্তমানে ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই শো করছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন