শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

তরমুজের দাম সাড়ে ১৭ লাখ টাকা!

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফল বিক্রি করেও লাখোপতি হওয়া সম্ভব। মনে হতে পাড়ে পাগলের প্রলাপ। কিন্তু এমনটাই ঘটেছে জাপানে। জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে, যা দিয়ে একটি গাড়ি কিনে ফেলা যায়। জানা গেছে, দুটি তরমুজের মূল্য প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
স¤প্রতি জাপানে বিশেষ জাতের দুইটি তরমুজের দাম উঠেছে ১৭ লক্ষ ৪১ হাজার টাকা। এই বিশেষ জাতের তরমুজের নাম ইউবারি কিং। এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থানে। অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালান্স নিমেষে রাতারাতি বেড়ে যাবে।
এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছতে হবে জাপানের হোয়োগো প্রান্তের সুপার মার্কেটে। কারণ হিসেবে বলা হয়, এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে ওঠে তরমুজপ্রেমীরা। আর তাই তার মূল্য হয় আকাশছোঁয়া। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন