২০১৩-তে ‘দ্য ফ্যামিলি’ ফিল্মটি মুক্তি পাবার পর অভিনেত্রী মিশেল ফাইফার হলিউডে থেকে চুটি নিয়েছিলেন। তিনি জানান অভিনয়ের প্রতি তাতে তার ভালবাসা কিন্তু ফুরায়নি।
ইন্টারভিউ সাময়িকীর কাছে চার বছর অভিনয় থেকে দূরে থাকার বিষয়টি ব্যাখ্যা করেছে তিনবার অস্কার মনোনয়ন অর্জনকারী অভিনেত্রীটি।
“প্রথমেই যে কথাটি মনে আসে তা হল আমি এখন শূন্য এক নীড়ে বসবাসকারী। আমি ভালবাসার প্রতি ভালবাসা কখনও হারাইনি। চলচ্চিত্রের সেটে গেলে মনে হয় বাড়িতে ফিরেছি। সত্যি কথা বলতে গেলে কাজে থাকলেও আমি ভারসাম্যপূর্ণ মানুষ,” ফাইফার বলেন।
“তবে আমি কোথায় কাজ করি সে ব্যাপারে খুব সাবধানী। আমি যতটা সময় দূরে ছিলাম তা কাজে লেগেছে কিনা সেটাও আমি হিসাব করি। দেখি আমার সন্তানদের জন্য তা কাজে রেগেছে কিনা। আমি একসময় এমন খুঁতখুঁতে হয়ে পড়ি যেন মনে হত আমাকে কাজে নেয়া যাবে না। আর তারপর জানি না কিভাবে সময় কেটে গেল।”
“আর এখন ছাত্র যখন প্রস্তুত শিক্ষকও এসে গেছে। আমি এখন প্রস্তুত, মন তৈরি করে ফেলেছি, এখন আমি কাজ শুরু করতে চাই, কারণ আমি পারব।”
লেখক স্বামী ডেভিড ই. কেলির সঙ্গে তার দুই সন্তান ক্লডিয়া (২৩) এবং জন (২২)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন