বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সুজানা জাফর দীর্ঘদিন ধরে শো বিজে কাজ করলেও কখনো অ্যাওয়ার্ড পাননি। তার দীর্ঘদিনের এই অপ্রাপ্তির অবসান ঘটেছে প্রথমবারের মতো কোনো অ্যাওয়ার্ড পেয়ে। গত সোমবার তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয় যুক্তরাজ্যভিত্তিক সংগঠন এসই। এই অ্যাওয়ার্ডের নাম জিনিয়াস অ্যাওয়ার্ড। সেরা মডেল হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সুজানার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুজানা ছাড়াও এবার ২০ জনকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রতিক্রিয়ায় সুজানা বলেন, তিনি বলেন, অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না। আমাদের চারপাশে যারা অ্যাওয়ার্ড পান তারা অধিকাংশই সঠিক ক্ষেত্রে পান না। ভালো যোগাযোগ থাকার কারণে তাদের অ্যাওয়ার্ড দেয়া হয়। জিনিয়াস অ্যাওয়ার্ড যারা দিয়েছেন তাদের আমি চিনতাম না। আমার কাজ দেখে তারা আমাকে যোগ্য মনে করেই সেরা মডেলের অ্যাওয়ার্ড দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন