বিনোদন ডেস্ক : নতুন দুই বিজ্ঞাপনে মডেল হয়েছেন মডেল অভিনেতা শিশির। রাজ খাঁটি সরিষার তেলের এই বিজ্ঞাপন দুটি গাজীপুরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। শিশির বলেন, কাহিনী নির্ভর বিজ্ঞাপন দুটিতে গ্রাম ও শহরের বৈশিষ্ট ফুটে উঠেছে। যেখানে ভেঁজালের ভিড়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনে অনেক কিছু বদলে গেলেও কিছু কিছু জিনিস কখনো বদলায় না। সে বিষয়গুলোকে কাহিনীচিত্রে প্রস্ফুটন করা হয়েছে। আশা করি বিজ্ঞাপন দুটি সবার ভাল লাগবে। রাজীব মণি দাস বলেন, বিজ্ঞাপন দুটির গল্প সহজবোধ্য করার চেষ্টা করেছি। যেখানে সবার কাছে মনে হবে এ যেন তারই মনের কথা। শিশিরের সাথে মডেল হিসাবে কাজ করেছেন- আহসানুল হক মিনু, কাজী উজ্জ্বল ও সানিতা। স্বপ্নের কারিগরের ব্যানার থেকে বিজ্ঞাপন চিত্রগুলো নির্মাণ করা হয়েছে। সেই পহেলা বৈশাখ থেকে বিজ্ঞাপনগুলো বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হবে। উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে শিশিরের চারটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। সর্বশেষ তার অভিনীত ‘ভালোবাসা পুর’ ছবিটি মুক্তি পায়। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আরো দুটি ছবি। বর্তমানে তিনি আব্দুল্লাহ আল মামুনের ‘চুরি চুরি মনচুরি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন