শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খেলার মাঠ রক্ষায় একাট্টা না’গঞ্জবাসী রক্ত দিয়ে হলেও মাঠ রক্ষার প্রত্যয়

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বরফকল মাঠ, আলীগঞ্জ মাঠ, শিশুকল্যাণ স্কুল মাঠসহ সকল খেলার মাঠ রক্ষায় অবশেষে একাট্টা হয়েছে নারায়ণগঞ্জবাসী। জেলার সকল খেলার মাঠ রক্ষায় প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও মাঠ রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মাঠগুলো রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। খেলার মাঠ রক্ষায় নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসকেরও ভূমিকা দাবি করেছেন তারা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী, সাবেক খেলোয়ার, ক্ষুদে খেলোয়ার, প্রমীলা খেলোয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমরা নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, সোনালী অতীত ক্লাব, খানপুরের পোলষ্টার ক্লাব, আলীগঞ্জ ক্লাব, ফ্রেন্ডস ভ্যাটারানস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সদস্যরা সংহতি জানান। এর আগে খানপুর, নগর খানপুর, হাজীগঞ্জ, তল্লার সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী বরফকল মাঠের সামনে থেকে মাঠের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এতে সংহতি জানান চাষাঢ়া শিশু কল্যান স্কুল মাঠ ও আলীগঞ্জ মাঠ রক্ষার আন্দোলনকারীরা। এসময় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে দড়ি লাফিয়ে খেলার মাঠ দখল চেষ্টার অভিনব প্রতিবাদ জানান চাষাঢ়া শিশু কল্যান স্কুলের খেলোয়াররা।
খানপুরের সর্বস্তরের এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান ভাষানী, আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন