বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূর্ণিমা সর্বশেষ গত বছর অক্টোবরে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এরপর আর নতুন কোনো কাজ করেননি। সংসার, সন্তান নিয়েই ব্যস্ত সময় কেটেছে তার। আবার তিনি বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে কাজে ফিরেছেন। একটি বহুজাতিক কোম্পানির মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গত ৫ এপ্রিল মানিকগঞ্জের মনোরম লোকেশনে বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মিজানুর রহমান। এতে পূর্ণিমার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ইমন। পূর্ণিমা বলেন, ‘কিছু দিন আগেই একটি ঈদ টেলিফিল্মে কাজ করার কথা ছিল। কাজটি শুরু হয়েও শেষ পর্যন্ত পরিচালক অসুস্থ হয়ে পড়ায় করা হয়নি। বিজ্ঞাপনের কাজটিও অনেকটা হঠাৎ করেই করা। বিজ্ঞাপনটির গল্প ভাবনা, লোকেশন, বিজ্ঞাপনের জন্য বড় রকমের আয়োজন সব মিলিয়ে কাজটি অনেক ভালো লেগেছে। কাজটি করে তৃপ্ত।’ পূর্ণিমা জানান, আসছে ঈদুল ফিতরের আগেই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন