শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয় শিল্পীদের চরিত্র অনুযায়ী পোশাক সরবরাহ প্রতিষ্ঠান কস্টিউম সিলুয়েট

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয় শিল্পীদের গল্প অনুযায়ী চরিত্র ফুটিয়ে তুলতে সঠিক পোশাকের বিকল্প নেই। অনেক সময় অভিনয় শিল্পীদের পোশাক নিয়ে বিড়ম্বনায় ভোগেন নির্মাতারা। এই সমস্যার সমাধান দেবে কস্টিউম হাউজ ‘কস্টিউম সিলুয়েট’। বাংলাদেশে এই প্রথম যাত্রা শুরু করল পূর্ণাঙ্গ কোনো কস্টিউম হাউজ। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনের মডেল-অভিনয় শিল্পীদের পোশাকের পাশাপাশি বিয়ে, জন্মদিন, পার্টিসহ যেকোনো অনুষ্ঠানের জন্য চাহিদামাফিক পোশাক ডিজাইন ও সরবরাহ করবে তারা। সম্প্রতি গুলশানের একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় কস্টিউম সিলুয়েটের ডিজাইন করা পোশাক পড়ে মডেলরা ক্যাটওয়াকে অংশ নেন। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ নাঈম খান বলেন, ‘তরুণ ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজের সমন্বয় ও নাটক, সিনেমা, বিজ্ঞাপনের পাত্রপাত্রীদের চরিত্র অনুযায়ী পোশাক সরবরাহ করার লক্ষ্যেই আমাদের এই যাত্রা।’ চিফ ক্রিয়েটিভ অফিসার কস্টিউম ডিজাইনার মুনিয়া খান বলেন, ‘নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে দেখেছি বাংলাদেশে চরিত্র অনুযায়ী একটি পোশাক পেতে কতটা কষ্ট করতে হয়। অনেক সময় বিদেশ থেকে কিনে বা ভাড়া করে আনতে হয়। এতে করে পছন্দ সই পোশাক পাওয়া অনেক কষ্টকর। যার প্রভাব পড়ে কাজের উপর। এই কষ্ট থেকে নির্মাতাদের মুক্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের যাত্রা। এখানে যে কেউ চাহিদামতো তার পছন্দের পোশাকটি সহজেই পাবেন।’ চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিনা মমতাজ বলেন, ‘আমাদের অভিজ্ঞ ক্রিয়েটিভ টিম ২৪ ঘণ্টার মধ্যেই যেকোনো ডিজাইনের পোশাক সরবরাহ করতে সক্ষম।’ শুধু শোবিজ অঙ্গনের মানুষই যে এই সুবিধা পাবেন তা নয়। কেউ কোনো উপলক্ষে পছন্দসই পোশাক চাইলে তাও সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। কস্টিউম সিলুয়েটের উপদেষ্টা হিসেবে রয়েছেন চন্দ্র শেখর সাহা, অমিতাভ রেজা, বাপন রহমান, সব্যসাচী হাজরা ও রাশেদ জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন