সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনসহ ৫৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে কলারোয়া উপজেলার চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশরাফ হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আশরাফ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন বিরোধীদলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন