বিনোদন ডেস্ক : চার দশক আগে মরহুম নুরুল হুদার লেখা ও লাকী আখন্দের সুরে ‘মামুনিয়া’ শিরোনামের গানটি গেয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এতদিন পরেও গানটির আবেদন-জনপ্রিয়তা বিন্দু পরিমাণ কমেনি। এবার গনিটি নতুন করে কণ্ঠ দিলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী অনুরাধা। গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন শহীদ মাহমুদ, মিক্স মাস্টারিং করেছেন মোশারফ আজমী। মডেল হয়েছেন শিশুশিল্পী ইরা মনি। মামুনিয়া রিমেক প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, চল্লিশ বছর ধরে প্রচন্ড জনপ্রিয়তার পরে আমার গাওয়া মামুনিয়া গানটি নতুন আয়োজনে গেয়েছেন তরুণ শিল্পী অনুরাধা। তার গায়কী অনেক ভালো লেগেছে। এই শিল্পীর সার্বিক সাফল্য কামনা করি। উল্লেখ্য, গানের ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ জয়। পয়লা বৈশাখে ওয়াহিদ মুভিজের ব্যানারে ভিডিওটি প্রকাশ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন