চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অবাধ তথ্যপ্রযুক্তির সুফল গ্রহণ এবং কুফল বর্জন করতে হবে। শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। গত শুক্রবার মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রত্যেকের সুপ্ত প্রতিভা বিকশিত করে নিজেদেরকে সৎ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানিয়ে মেয়র বলেন, ছাত্র ছাত্রীদের মাতাপিতার কথা শুনতে হবে এবং তাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে।
স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও চসিক প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খানের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মো. আজম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সফি কাদেরী, গভর্নিং বডির সাবেক সভাপতি আমিনুর রশিদ কাদেরী। বক্তব্য রাখেন মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, মেয়রের একান্ত সহকারী সচিব রায়হান ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল ও কলেজের অধ্যক্ষ হাসিনা মমতাজ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন