শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আজীবন সম্মাননা পেল স্বাধীন বাংলা ফুটবল দল

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্বাধীন বাংলা ফুটবল দলকে আজীবন সম্মাননা দিল ক্রীড়া সংগঠন মিশুক ওয়ারিয়র্স কক্সবাজার। রোববার ধানমন্ডিস্থ ইমানুয়েল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয় স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য নওশেরুজ্জামানের হাতে। এছাড়া একই অনুষ্ঠানে কক্সবাজারে অনুষ্ঠিতব্য টি ২০ ক্রিকেটের ট্রফি উন্মোচন করা হয়। পাশাপাশি এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামীম আশরাফ চৌধুরী, চৌধুরী জাফর উল্লাহ সরাফাত ও ড. সাইদুর রহমানকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য গুণীশিল্পী সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, ফাতিমাতুজ জহুরা, শাহীন সামাদ ও ফাহিম হোসেন চৌধুরীকেও সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। এ সময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, ইমানুয়েল কনভেনশন সেন্টারের সিইও বেনজির আহমেদ ও মিশুক ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট সম্পদ উদ্দিন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন