শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজীবন সম্মাননায় ভূষিত মিতা হক

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তিতে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ’১৭। মেলায় প্রতি বছর একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে চ্যানেল আই। এবার এ সম্মাননা পেয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক এবং রবীন্দ্র গবেষণায় পেয়েছেন অধ্যাপক সনদ কুমার সাহা। মিতা হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার অর্থমূল্য তুলে দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রবীন সাংবাদিক কামাল লোহানী, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও মামুনুর রশিদ, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রবি’র সিইও, ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ ও প্রজেক্ট ডিরেক্টর শিহাব আহমেদ এবং এনআরবি’র সিইও, ব্যবস্থাপনা পরিচালক এম. ই. চৌধুরী। সম্মাননা গ্রহন করে মিতা হক বলেন, এ মূহুর্তে আনুষ্ঠানিকভাবে আনন্দ প্রকাশ করতে না পারলেও তরুণ প্রজন্মের কাছে অনুরোধ রবীন্দ্র চর্চা যেন কমে না যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন