‘জিরো ডার্ক থার্টি’ চলচ্চিত্রে মায়ার ভূমিকায় জেসিকা চ্যাস্টেইনের অভিনয় যদি ভাল লেগে থাকে তাহলে সেজন্য দর্শকদের টম ক্রুজের প্রতিও কৃতজ্ঞতা জানাতে হবে। টম না হলে হয়তো ফিল্মটিতে অভিনয় করতে না আর তার অস্কার জয়ও হত না।
সা¤প্রতিক এক সাক্ষাতকারে ৪৯ বছর বয়সী অভিনেত্রীটি জানিয়েছেন টম ক্রুজের জন্যই চলচ্চিত্রটিতে তার কাজ করা সুযোগ হয়েছিল।
“আমি আরেকটি চলচ্চিত্রে কাজ করার জন্য স্বাক্ষর করেছিলাম। চুক্তিগতভাবেই আমি এম কিছু করতে চাইছিলাম আমি আসলেই যা করতে চাই। আর আমি (টম ক্রুজের সঙ্গে ২০১৩’র ‘অবলিভিয়ন’) ফিল্মটি করতে চাইছিলাম। যখন এটি আসে আমি বুঝতে পারলাম আসলে এটিই আমার করা দরকার। আর আমার জন্য তা সম্ভব করেছেন টম ক্রুজ,” চ্যাস্টেইন বলেন।
তিনি আরও বলেন, “আমার এজেন্সি থেকে কেই টমের সঙ্গে যোগাযোগ করে বলে, ‘সে তোমার সঙ্গে কাজ করতে চাইছে, তা সে উপভোগও করবে, কিন্তু হাতে আরেকটি ফিল্মের প্রস্তাব আছে যেটি বেশি গুরুত্বপূর্ণ’, তিনি বললেন, ‘ঠিক আছে আমরা তোমাকে চুক্তি থেকে বের হবার সুযোগ করে দিচ্ছি’।”
জেসিকা জানান তিনি টমের সঙ্গে কখনও অভিনয় করেননি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই তিনি তার সঙ্গে কাজ করতে চান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন