অর্থনৈতিক রিপোর্টার : তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু নিয়ে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) এক আদেশে এ নির্দেশনা জারি করেছেন উচ্চ আদালত। এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। কোম্পানিটির রাইট আবেদন আগামী ৩১ মে থেকে ২৯ জুন, ২০১৭ তারিখ পর্যন্ত চলার কথা ছিল। এর জন্য ১২ এপ্রিল ২০১৭ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল। আইএফআইসি ব্যাংকের ১:১ ভিত্তিতে (বিদ্যমান একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন