বিনোদন ডেস্ক : এশিয়াটিক ইএক্সপি, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সম্মিলিত উদ্যোগে, পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে ঢাকাসহ দেশের ৫টি প্রধান শহরে বাংলাদেশের সবচেয়ে বড় আলপনা উৎসব ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ পাওয়ার্ড বাই বার্জার পেইন্টস্’ আয়োজিত হতে যাচ্ছে। দেশে এই প্রথমবারের মতো বাংলা নববর্ষের প্রথম প্রহরে ঢাকাসহ দেশের ৫টি প্রধান শহর ঐতিহ্যবাহী আলপনার রং-এ রঙ্গিন হয়ে উঠবে। ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিববাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড এবং ময়মনসিংহের টাউন হল সার্কেল-এ আলপনা উৎসবটি আয়োজিত হবে। গত ১০ এপ্রিল এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে আয়োজনটির ঘোষণা দেয়া হয়। বাংলালিংকের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস এ কে রাহাত আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার, মার্কেটিং এ কে এম সাদেক নাওয়াজ, এশিয়াটিক থ্রিসিক্সটি-এর গ্রুপ এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সারা জাকের এবং ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ পাওয়ার্ড বাই বার্জার পেইন্টস্’ এর পৃষ্ঠপোষক চিত্রশিল্পী মো. মুনিরুজ্জামান উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর মানিক মিয়া এভিনিউ-এর আয়োজন উদ্বোধন করবেন। অনুষ্ঠানটির মূল আয়োজনগুলোর মধ্যে থাকছে, জনপ্রিয় চিত্রশিল্পী ও জনসাধারণের অংশগ্রহণে মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তাজুড়ে আলপনা, বাঙ্গালিয়ানা ফুড কোর্ট, ফটো বুথ ও ফেস পেইন্টিংসহ চমকপ্রদ সব আয়োজন। জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড চিরকুট এই আয়োজনে অংশগ্রহণ করবে। মানিক মিয়া এভিনিউয়ের মত অন্যান্য জায়গাগুলোও ঐতিহ্যবাহী সংস্কৃতির রং-এ রঙ্গিন হয়ে উঠবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন