শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নববর্ষে জি-সিরিজের অর্ধশত অ্যালবাম

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখকে ঘিরে অডিওি-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ ও এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে অর্ধশতাধিক নতুন অ্যালবাম। এর মধ্যে রয়েছে একক অ্যালবাম, মিক্সড অ্যালবাম, ডুয়েট অ্যালবাম ও গজলের অ্যালবাম। স্বনামধন্য এ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে এবারের বৈশাখে নবীন, প্রবীণ শিল্পীদের মেলবন্ধনে সাজানো হয়েছে বৈচিত্র্যময় এ প্রকাশনা। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের অ্যালবামও রয়েছে প্রকাশনার কাতারে। যার মধ্যে রয়েছে সঙ্গীতশিল্পী জিনাতের ‘কল্পনা বিলাস’, শুকান্তগুপ্তের ‘দীর্ঘ রাতের কথোপকথা’ এবং ‘তোমার ছায়া খুঁজে ফিরি’, এসআই সুমনের ‘শূন্যতা’ এবং ‘আঁধারপোকা’, পাগল হাসানের ‘আন্তনগর’, নোলক বাবুর ‘চাঁদের আলো’, রাজন খানের ‘রঙের ফানুস’, অরন্যের ‘জনস্রোত’, নমনের ‘জীবনের স্রোত’ ও ‘ধন্য পিতা’, তাছলিমা সুলতানা পল্লীর ‘ছুঁয়ে দিলে মেঘ’, শিলা সাবরিন পলির ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’, কাজি শুভ, অয়ন চাকলাদার ও অরিনের মিক্সড আ্যালবাম ‘ভালোবাসার গান’, মাঞ্জুরুল ইসলামের গজলের অ্যালবাম ‘হারানো মেঘের সাথে’, প্রায় শ্যণ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘প্রার্থনার ময়দানে’, রাজন সাহা, নিশিতা, মুহিন সাব্বির ও সাকিনের ‘বাদলের ঋণ’, মাসুদ রানার ‘রাতের বুকে চাঁদ’। এছাড়াও জিমি সাহার ‘মাধূরীর নাচ’, মিক্সড অ্যালবাম ‘তুমি আছো ভুলে’, এমআই মিঠুর ‘স্বপ্নের সাইকেল’, সাদমান পাপ্পুর ‘কাজলা দিঘি’, মাহবুব মৃনালের ‘একই বৃন্তে’, নাজাকের ‘ঢেউ লাগে অন্তরে’, শামীম আশিকের ‘গানওয়ালা’, রেমো ফিচারিং ত্রিমনার ‘ত্রিমনা’, লুৎফর হাসানের ‘একলা লাগে খুব’, শেখ মহসীনের আধুনিক ফোক গানের অ্যালবাম, বিথি পান্ডের ‘যখন এসেছিলে’, সাগর বাউলের ‘কয় দমে হয়’ এবং এফএ সুমনের ‘উজানে তীর খুঁজি’-সহ অর্ধশতাধিক অ্যালবাম। প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখকে ঘিরে প্রকাশিত এই অ্যালবামগুলো সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘নববর্ষ, ঈদসহ বিভিন্ন বিশেষ দিনে আমরা সব সময়ই চেষ্টা করি নতুন গান উপহার দিতে। এবারো পহেলা বৈশাখে আমরা অর্ধশতাধিক অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। আশা করি, বাঙালির চেতনার এই উৎসবের সাথে আমাদের এই প্রয়াস বাড়তি আনন্দ জোগাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন