অভিনেত্রী বিদ্যা বালান জানিয়েছেন, বেগম জান চরিত্রটি নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত’র সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। ‘বেগম জান’ চলচ্চিত্রে যেমন বিদ্যা কেন্দ্রীয় চরিত্র বেগম জানের ভ‚মিকায় তেমনি ঋতুপর্ণাও বাংলা ‘রাজকাহিনী’ চলচ্চিত্রে তাই করেছেন।
“ঋতু দিদির সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। তিনি আমার একজন প্রিয় বন্ধু। সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে তিনি বেগম জানের ভ‚মিকায় শক্তিশালী অভিনয় করেছেন,” বিদ্যা বলেন।
“আমি সবাইকে বাংলা নববর্ষে আমার ফিল্মটি দেখার অনুরোধ করছি। মুক্তির দিনটিও পশ্চিমবঙ্গের প্রতি উৎসর্গ করছি,” তিনি আরো বলেন।
বিদ্যা জানান, ‘বেগম জান’ চলচ্চিত্রটি বাংলা ‘রাজকাহিনী’র রিমেক নয় বরং পুনঃউপস্থাপনা। তিনি বলেন, “স¤প্রতি ঋতুপর্ণা সেনগুপ্ত’র সঙ্গে আমি দেখা করেছি এবং তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের বন্ধুত্ব আছে এবং অতীতেও দেখা হয়েছে। তিনি জানিয়েছেন তিনি ফিল্মটি দেখবেন।”
বিদ্যা জানান, ‘রাজকাহিনী’ ১৯৪৭ সালের পটভূমিতে সীমান্তের একটি নিষিদ্ধ পল্লী নিয়ে আর ‘বেগম জান’-এর কাল ২০১৭।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন