অভিনেত্রী জেনিফার গারনারের সঙ্গে ছাড়াছাড়ির পর অভিনেতা-নির্মাতা বেন অ্যাফ্লেক নতুন করে জীবন শুরু করার উদ্যোগ নিয়েছেন। জানা গেছে তিনি ‘কোনও একজনের সঙ্গে মেলামেশা করছেন’।
২০১৫ সালে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেবার প্রায় দুই বছর পর অ্যাফ্লেক আর গারনার বিবাহবিচ্ছেদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেন।
কয়েকজন সূত্রের বরাত দিয়ে একটি ওয়েবসাইট জানিয়েছে, ছাড়াছাড়ি হলেও উল্লিখিত দুই তারকার মাঝে কোনও রকম বিবাদ নেই।
এক সূত্র বলেছে, “অ্যাফ্লেক কোনও একজনের সঙ্গে ডেটিং করছেন, তবে খুব মনোযোগ দিয়ে নয়।”
আরেক সূত্র জানিয়েছে, অ্যাফ্লেক নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তুত। ‘ব্যাটম্যান’ তারকাটি সম্প্রতি গারনারের সঙ্গে তাদের অভিন্ন বাড়িটি ছেড়েছেন।
জানা গেছে, এই সাবেক দম্পতি বিবাহপূর্ব কোনও চুক্তি করেননি তাই এখন তাদের আর্থিক বিষয়গুলোর সুরাহা করা হবে। তাদের অভিন্ন সম্পদ ও সম্পত্তির বিষয়গুলোসহ বিবাহবিচ্ছেদ মীমাংসা করার জন্য ছয় মাস সময় লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন