বিনোদন ডেস্ক : এক বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘দূরবীন’ ব্যান্ডখ্যাত সঙ্গীতশিল্পী শহীদ। ‘তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়’, ‘জীবন এতো সুখের হলো’, ‘তুমি আমার ভাবনা নদীর উথাল পাতাল ঢেউ’সহ আরো বহু আলোচিত গান এবং মিউজিক ভিডিও শ্রোতা-দর্শককে উপহার দিয়েছেন তিনি। এবার নতুন গান ‘এতো দিন কোথায় ছিলে’র মিউজিক ভিডিও নিয়ে শহীদ তার ভক্ত-দর্শকের মাঝে হাজির হচ্ছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন হুমায়ূন বয়াতী। সঙ্গীতায়োজন করেছেন নাসিফ অনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মিশু। গত মার্চ মাসে সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুরের মনোরম লোকেশনে নতুন গানের মিউজিক ভিডিওটির নির্মাণ কাজ শেষ করেছেন। আসছে ২৭ এপ্রিল থেকে গানচিলের ব্যানারে ইউটিউবে গানটি পাওয়া যাবে। শহীদ বলেন, ‘মধ্যনগর, তাহিরপুরের মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। রোমান্টিক ঘরানার এই গানটির মিউজিক ভিডিও সবার ভালো লাগবে আমার বিশ্বাস।’ শহীদ জানান, নতুন গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। উল্লেখ্য, শহীদের তিনটি একক অ্যালবাম বাজারে পাওয়া যায়। অ্যালবাম তিনটি হচ্ছে- ‘বৃষ্টির গান’, ‘নীলাম্বরী’ ও ‘নীল ছোঁয়া’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন