বিনোদন ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। সংগঠনের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন তিনি। সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্যপরিষদের প্যানেল থেকে নির্বাচন করবেন তিনি। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি। গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্বাণী হোটেলে এ প্যানেল ঘোষণা করা হয়। চেম্বার থেকে ১৮ জন ও এসোসিয়েশন থেকে ১৮ জন করে প্রার্থী দিয়েছে এই প্যানেল। আগামী ১৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন