বিনোদন ডেস্ক: প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জীবনের শেষ তিনটি গানের সুর সঙ্গীত করছেন কিংবদন্তী সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান। সৈয়দ হকের শেষ ইচ্ছানুযায়ীই আলম খান সুর করছেন এবং গাইবেন অ্যান্ড্রু কিশোর। এরইমধ্যে দুটি গান আলম খান হাতে পেয়েছেন এবং প্রাথমিক সুরও করেছেন। তৃতীয় গানটি গত বছর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিলো। গানটি এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানান আলম খান। আলম খান বলেন, ‘সৈয়দ শামসুল হকের শেষ ইচ্ছা অনুযায়ীই মনের মতো করে গানগুলোর সুর করার চেষ্টা করছি। যে কারণে একটু সময় নিয়ে করছি। আশা করছি, চলতি বছরেই গানগুলোর কাজ শেষ করতে পারবো। তাছাড়া তিনটি গানের ব্যাপারেই অ্যান্ড্রুর যথেষ্ট আন্তরিকতা আছে।’ গান তিনটি প্রসঙ্গে অ্যান্ড্রু কিশোর বলেন, ‘গান তিনটির কাজ ঠিক কখন শেষ হয় তা বলা মুশকিল। যতো তাড়াতাড়ি করা সম্ভব, সেই চেষ্টাই করছি। তবে এটা নিশ্চিত যে গানগুলো বেশ যতœ নিয়েই করা হবে। যেহেতু হক ভাই আমাদের মাঝে আর নেই, তাই আমার এবং আলম ভাইয়ের দায়িত্বটাও একটু বেশি। যতটুকু নিখুঁতভাবে করা যায় সেই চেষ্টাটাই করছি আমরা। এরমধ্যে আলম ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার গানগুলো নিয়ে বসেছি।’ উল্লেখ্য, সৈয়দ শামসুল হকের লেখা ‘ভুলি নাই তোমাদের মতো শত সহ¯্র’ গানটির প্রথম সুর করেন আলম খান। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি তথ্যচিত্রের গান ছিলো। মোহাম্মদ মহীউদ্দিন পরিচালিত ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে সৈয়দ হকের লেখা গান প্রথম চলচ্চিত্রের গানের সুর করেন আলম খান। ‘হায়রে মানুষ রঙ্গিন ফানুষ দম ফুরাইলে ঠুস’ গানটির সুর করে আলম খান এবং এতে কন্ঠ দিয়ে অ্যান্ড্রু কিশোর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন