শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রবি ও তামাকুমন্ডি লেন বণিক সমিতির কর্পোরেট চুক্তি

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোন অপারেটর রবির কর্পোরেট সংযোগসহ বাল্ক এসএমএস ও লোকেটর সেবা গ্রহণের জন্য কর্পোরেট চুক্তি সই করেছে চট্টগ্রামের তামাকুমন্ডি লেন বণিক সমিতি। চট্টগ্রামের নতুন রেলওয়ে স্টেশনের বিপরীতে নূপুর মার্কেটে গত রোববার চুক্তিটি স্বাক্ষরিত হয়। রবির এন্টারপ্রাইজ বিজনেসের (ইবি) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আদিল হোসেন ও জেনারেল ম্যানেজার, ইবি, আরিফ আহমেদ চৌধুরী এবং তামাকুমন্ডি লেন বণিক সমিতির প্রেসিডেন্ট মো: আব্দুল খালেক ও জেনারেল সেক্রেটারি আবুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় রবির রিজিওনাল ম্যানেজার মো: আশরাফুল কবির ও রিজিওনাল ম্যানেজার শোভন চক্রবর্তী, ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার মো: নাজমুল করিম এবং তামাকুমন্ডি লেন বণিক সমিতির অ্যাডভাইজার মোহাম্মদ ইসমাইল ও আলহাজ আব্দুল মোতালেব চৌধুরীসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন