বিনোদন ডেস্ক : নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রসূন আজাদ। আহমেদ সোহেলের পরিচালনাধীন ভোলা নামে একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তিনি একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন। প্রসূন বলেন, সিনেমাটিতে আমার চেয়ে বয়সে বেশ বড় একজনের প্রেমে পড়ি। কিন্তু আমি ছোট বিধায় তিনি তা মানতে পারেন না। আমি তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হই। সিনেমাটিতে প্রসূনের বিপরীতে আছেন পরিচালক সোহেল নিজে। প্রসূন জানান, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। গত বৃহস্পতিবার শুটিং হয় বিএফডিসির কড়ইতলায়। নির্মাতা সোহেল বলেন, প্রসূন একজন ভালো অভিনেত্রী। এ চরিত্রের জন্য তাকে বলার সাথে সাথেই রাজি হয়েছেন। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন বাপ্পী ও আইরিন। এতে আইরিন একজন সঙ্গীতশিল্পীর ভ‚মিকায় অভিনয় করছেন। উল্লেখ্য, এর আগে প্রসূনকে দেখা গেছে, মুখোশ মানুষ, অচেনা হৃদয়, সর্বনাশ ইয়াবা ও মুসাফির চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে সনাতন গল্প, স্বপ্নজাল ও মৃত্যুপুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন