রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শ্রেষ্ঠ অভিনেতা যুগ্মভাবে শাকিব-মাহফুজ এবং অভিনেত্রী জয়া আহসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ ঘোষণা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত বৃহ¯পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত করা হয়েছে। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব ও মাহফুজ আহমেদ। আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রের জন্য শাকিব ও জিরো ডিগ্রী চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদকে নির্বাচিত করা হয়েছে। জিরো ডিগ্রী চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া আহসান এককভাবে নির্বাচিত হয়েছেন। আজীবন সম্মাননা পেয়েছেন যুগ্মভাবে- শাবানা ও ফেরদৌসি রহমান, শ্রেষ্ঠ চলচ্চিত্র যুগ্মভাবে বাপজানের বায়োস্কোপ (পরিচালক- মো. রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক- মোরশেদুল ইসলাম), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র একাত্তরের গণহত্যা ও বধ্যভ‚মি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর), শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন)। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে গাজী রাকায়েত (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে তমা মির্জা (চলচ্চিত্র-নদীজন); শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে ইরেশ যাকের (চলচ্চিত্র-ছুঁয়ে দিল মন); শ্রেষ্ঠ শিশু শিল্পী যারা যারিব (চলচ্চিত্র-প্রার্থণা); শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান (চলচ্চিত্র-প্রার্থণা)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক সানী জুবায়ের (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে-সুবীর নন্দী ( তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ সুরকার, এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে- মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হূমায়ুন আহমেদ (অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ স¤পাদক : মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক সামুরাই মারুফ (জিরো ডিগ্রী), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল (জিরো ডিগ্রী); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা, মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) এবং শ্রেষ্ঠ মেকআপম্যান শফিক (জালালের গল্প)। শিঘ্রই পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jahid ২০ মে, ২০১৭, ৩:৪৭ এএম says : 0
Sokol ke congratulation
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন