শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

করের বোঝা আর কত বাড়বে ?
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরণের কর, খাজনা, রাজস্ব, ইত্যাদি কয়েক গুন বাড়ানো হয়েছে। করের ভারে সাধারণ জনগণের অবস্থা কাহিল, দেখার বা বলার কেউ নেই। আমাকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের জমিনের (আবাসিক ও বানিজ্যিক) খাজনা পরিশোধ করতে হয়। ইউনিয়ন তহশিল অফিসে ১৪২১ বাংলা সনের খাজনা দিয়েছি ৭২০ টাকা। ১৪২২ সনের খাজনা দিতে গিয়ে যখন ৬৭২০ টাকা দিতে হচ্ছে তখন বললাম কত গুণ বাড়িয়েছে?
তহশিলদার বলেন আপনাদের বেতন বেড়েছে খাজনা তো বাড়বেই। আমার এক বন্ধুর পৌরসভার মধ্যে তিনতলা একটি ভবন রয়েছে যাতে ছয়টি ইউনিট, তন্মধ্যে দুই ইউনিটে নিজেরা থাকে বাকি চার ইউনিট ভাড়া দেয়। ২০১৬ইং এর প্রথমে যার পৌর হোল্ডিং ট্যাক্স ছিল ৩৫০০ টাকা ২০১৬ইং এর শেষ দিকে তা বাড়িয়ে করা ৯০০০ টাকা। পৌর ট্যাক্স ছাড়া ও ইনকাম ট্যাক্স ও অন্যান্য ট্যাক্স তো রয়েছেই। ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স (যাকে গ্রামে চৌকিদারী ট্যাক্স বলে) পূর্বে যাদের ৫০ টাকা ছিল বর্তমানে করা হয়েছে ৩০০/৪০০। নির্দিষ্ট পরিমাণ কৃষি জমির খাজনা মাফ। কৃষি বলতে মৎস চাষের পুকুর অর্ন্তভুক্ত হওয়ার কথা তাই পূর্বে পুকুরের খাজনা নেওয়া হত না কিন্তু বর্তমানে পুকুরের খাজনা নেয়া হচ্ছে। পূর্বে জমি রেজিস্ট্রি করতে খরচ যা দিতে হত বর্তমানে তার ৫/৬ গুণ বেড়েছে। ফলে পূর্বের চাইতে জমি ক্রয়-বিক্রয় কমে গেছে। সময়ের সাথে ট্যাক্স বাড়বে কিন্তু এ বৃদ্ধির একটি যৌক্তিক সীমা থাকা উচিত। এভাবে বিভিন্ন বিভাগে সীমাহীন ট্যাক্স বৃদ্ধি জনগণের অসন্তোষ বাড়াবে ও জনগণের কষ্টের কারণ হবে।  তাই যৌক্তিক হারে ট্যাক্স নির্ধারণ করা প্রয়োজন।

মো. ইয়াছিন মজুমদার
অধ্যক্ষ, ফুঁলগাঁও ফাযিল ডিগ্রি মাদরাসা, লাকসাম, কুমিল্লা



কী অদ্ভুদ জাতীয় বিশ্ববিদ্যালয়
যারা ২০১৫ সালে বিএড কোর্সে (প্রশিক্ষণ) ভর্তি হয়েছে, তাদের বিএড ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ১৩.০১.২০১৬। আর ফলাফল প্রকাশ করা হয়েছে ২৪.০৫.১৬ । অর্থাৎ ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে প্রায় ৫ মাস। ফলে ২০১৫ সালে বিএড পাস করা কেউ ২০১৬ সালে এমএড কোর্সে ভর্তি হতে পারিনি। তাদের ভর্তি হতে হবে ২০১৭ সালে । মাঝের ১ বছর অর্থাৎ ২০১৬ সাল তাদের কোনো কাজে এল না। কিন্তু কেন এমন হবে? যেখানে ২ লাখ থেকে আড়াই লাখ অনার্স বা মাস্টার্স শিক্ষার্থীর ফলাফল ২ মাসে দেয়া সম্ভব হচ্ছে, সেখানে সরকারি বেসরকারি মিলে প্রায় ১৩৩টি টিচার্স ট্রেনিং কলেজে গড়ে ২৫০ জন শিক্ষার্থী হলে মোট শিক্ষার্থী হয় ৩২,২৫০ জন , যাদের ফলাফল প্রকাশ করতে সময় লাগে প্রায় সাড়ে ৫ মাস। কী অদ্ভুত জাতীয় বিশ্ববিদ্যালয়।
ফুয়াদ
হাতিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন