ইনকিলাব ডেস্ক : কাশ্মীরে স্বাধীনতাকামীদের সংগ্রামে সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। গতকাল শুক্রবার পাক সিনেটে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি জনিয়েছেন, কাশ্মীরিদের সংগ্রামে কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। পাক পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা আরো দাবি করেন, পাকিস্তানে নাশকতা চালাতে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ভারত। এ ব্যাপারে সাবেক ভারতীয় নৌসেনা কর্মকর্তা ও ‘র’-এর চর কুলভূষণ যাদবের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। আজিজের বক্তব্য, কুলভূষণ যাদবের গ্রেপ্তারি ও স¤প্রতি আফগানিস্তানের নানগারহার প্রদেশে হওয়া বিস্ফোরণে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের মৃত্যুই প্রমাণ করে যে পার্শ্ববর্তী দেশে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত। তিনি আরো বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় চলা এই সন্ত্রাসবাদ নিন্দনীয় এবং এর অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই চক্রান্তের কথা তুলে ধরা হচ্ছে। কাশ্মীর প্রসঙ্গ টেনে সারতাজ আজিজ দাবি করেন, কাশ্মীরিদের স্বাধীনতার লড়াইকে প্রশমিত করতে প্রবল দমননীতির প্রয়োগ করছে ভারত। তার দাবি, গতবছর কাশ্মীরে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই প্রবল অত্যাচার শুরু করেছে ভারত। পিটিআই, বিজনেস স্ট্যান্ডার্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন