শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আলাউদ্দিন আলীর না বলা কথা

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক  আলাউদ্দিন আলী। গীতিকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত পেয়েছেন ৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্যে ১৯৭৮-১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েন, যা কেউ ভাঙতে পারেননি। এরকম আরো অনেক রেকর্ড রয়েছে আলাউদ্দিন আলীর বর্ণাঢ্য ক্যরিয়ারে। স্মৃতি রোমন্থন করতে গিয়ে আলাউদ্দিন আলী বলেন, ১৯৮৭ সালের ২৬ জুলাই একই দিনে আমার সুর ও সংগীতে ৩০টি গানের রেকর্ড হয়েছে। মুম্বাই, কলকাতা ও ঢাকায় একই দিনে ৩০টি গানের রেকর্ডি করার নজীর খুব বেশি সংগীত পরিচালকের ক্যরিয়ারে নেই। সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকাল-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন আলাউদ্দিন আলী। রাঙা সকাল-এ তিনি তার বলা, না বলা অনেক কথাই ব্যক্ত করেছেন। ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, যে ছিল দৃষ্টির সীমানায়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, এই দুনিয়া এখন তো আর, আছেন আমার মোক্তার, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, সুখে থাকো ও আমার নন্দিনী, যেটুকু সময় তুমি থাকো কাছে, এমনও তো প্রেম হয়, কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না, পারিনা ভুলে যেতে, জন্ম থেকে জ্বলছি মাগো, একবার যদি কেউ ভালোবাসতো, দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, ইস্টিশনের রেল গাড়িটা-এরকম প্রায় চার হাজার জনপ্রিয় গানের সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে নিয়ে রাঙা সকাল-এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও লাবন্য’র উপস্থানায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন