বিনোদন ডেস্ক: এটিএন বাংলায় আজ রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে শুক্রবারের বিশেষ নাটক ‘রাত এখনো বাকি’। সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল পরিচালকের প্রথম নির্মাণ এটি। নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, পাভেল ইসলাম, হাসিন রওশন, রুবেল শংকর, রুমান সরোয়ার, আকাশ, উল্লাস প্রমুখ। ‘জেরিন (প্রভা) একটি রেস্টুরেন্টে সুতপা’র (হাসিন) জন্য অপেক্ষা করছে। জেরিন (প্রভা) হলো ফরহাদের (পাভেল) সাবেক স্ত্রী, আর সুতপা বর্তমান স্ত্রী। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে জেরিন ছেড়ে গিয়েছিল ফরহাদকে। এই দীর্ঘ সময় পর জেরিনের এখন মনে হলো, এক রাতের জন্য হলেও ফরহাদকে তার চাই। আর তা না হলে সে বাঁচবে না। ফরহাদ আর সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করে ফাঁসিয়ে দিবে ওদের। কী করবে এখন সুতপা?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন